ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১০
আযানের পরে মসজিদ থেকে বের হওয়া
(৮১০) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (মৃ: ৯৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আযানের পরে মসজিদ থেকে মুনাফিক ছাড়া কেউ বের হয় না। ব্যতিক্রম শুধু ওই ব্যক্তি যে ফিরে আসার উদ্দেশ্য নিয়ে কোনো প্রয়োজনে বের হয়েছে।
عن سعيد بن المسيب مرفوعا: لا يخرج من المسجد أحد بعد البداء إلا منافق إلا أحد أخرجته حاجة وهو يريد الرجوع

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৮১০ | মুসলিম বাংলা