ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০৯
আযানের পরে মসজিদ থেকে বের হওয়া
(৮০৯) তাবিয়ি আবু শা'সা বলেন, আমরা মসজিদের মধ্যে আবু হুরাইরা রা.র সাথে বসে ছিলাম। এমতাবস্থায় মুয়াযযিন আযান দেন। তখন একব্যক্তি উঠে মসজিদ থেকে চলে গেলেন। যতক্ষণ লোকটি মসজিদ থেকে বের হয়ে গেল ততক্ষণ আবু হুরাইরা রা. তার দিকে তাকিয়ে থাকলেন এরপর তিনি বললেন, এই ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর অবাধ্যতা করল।
عن أبي الشعثاء قال: كنا قعودا في المسجد مع أبي هريرة رضي الله عنه فأذن المؤذن فقام رجل من المسجد يمشي فأتبعه أبو هريرة رضي الله عنه بصره حتى خرج من المسجد فقال أبو هريرة رضي الله عنه: أما هذا فقد عصى أبا القاسم صلى الله عليه وسلّم... ثم قال أمرنا رسول الله صلى الله عليه وسلم إذا كنتم في المسجد فنودي بالصلاة فلا يخرج أحدكم حتى يصلي
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে ইবনে মাযা শরীফ-৭৩৪ নং হাদীসে বর্ণিত আছে যে, একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।
