ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০০
নামাযের অধ্যায়
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৮০০) আয়িশা রা. বলেন, সা'দ ইবন মুআয রা. খন্দকের যুদ্ধের সময়ে হাতের একটি শিরায় আঘাতপ্রাপ্ত হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মধ্যে তার জন্য একটি তাঁবু খাটান, যেন তিনি কাছে থেকে তার দেখাশুনা ও শুশ্রুষা করতে পারেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: أصيب سعد يوم الخندق في الأكحل فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد ليعوده من قريب
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)