ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৯
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৯) আয়িশা রা. বলেন, আমি একদিন দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) আমার গৃহের দরজায় দাঁড়িয়ে ছিলেন। হাবশিগণ তাদের লাঠি-বল্লম নিয়ে মসজিদের মধ্যে খেলা করছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর দিয়ে আমাকে আড়াল করলেন। আমি তাদের খেলা দেখলাম।
عن عائشة رضي الله عنها قالت: لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يوما على باب حجرتي والحبشة يلعبون (بحرابهم) في المسجد ورسول الله صلى الله عليه وسلم يسترني بردائه أنظر إلى لعبهم
