ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৮
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৮) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বাহরাইন থেকে সম্পদ পাঠানো হয়। তিনি বলেন, এগুলো মসজিদের মধ্যে ছিটিয়ে বণ্টন করে দাও...।
عن أنس بن مالك رضي الله عنه قال: أتي النبي صلى الله عليه وسلم بمال من البحرين فقال انثروه في المسجد
