ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৭
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৭) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাত আদায়ের পরে সূর্যোদয়ের আগে তাঁর সালাতের স্থান থেকে উঠতেন না। সূর্য উদিত হওয়ার পরে তিনি উঠে যেতেন। এ সময়ে তাঁর সাহাবিগণ কথাবার্তা বলতেন, জাহিলি যুগের বিষয়াদি নিয়ে আলাপ করতেন। এ সকল কথায় তারা হাসতেন। রাসূলুল্লাহ (ﷺ) শুধু মৃদু হাসতেন।
جابر بن سمرة رضي الله عنه مرفوعا: كان صلى الله عليه وسلم لا يقوم من مصلاه الذي يصلي فيه الصبح أو الغداة حتى تطلع الشمس فإذا طلعت الشمس قام وكانوا يتحدثون فيأخذون في أمر الجاهلية فيضحكون ويتبسم صلى الله عليه وسلم
