ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯৬
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৬) আনাস ইবন মালিক রা. বলেন, একবার এক বেদুঈন মসজিদের মধ্যে পেশাব করে। ...রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, এ সকল মসজিদ পেশাব বা এই ধরনের নোংরা কাজের জন্য নয়। এগুলো শুধুমাত্র মহিমাময় আল্লাহর যিকির, সালাত ও কুরআন তিলাওয়াতের জন্য।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا (في قصة بول الأعرابي في المسجد): إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذر إنما هي لذكر الله عز وجل والصلاة وقراءة القرآن

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, দ্বীনি প্রয়োজন বা কল্যাণ না থাকলে সেক্ষেত্রে জাগতিক কর্ম ও কথাবার্তা মসজিদের মধ্যে বর্জনীয়। তবে যদি কোনো জাগতিক কর্মের মধ্যে দ্বীনি উদ্দেশ্য, প্রয়োজন বা কল্যাণ নিহিত থাকে তাহলে তা মসজিদের মধ্যে মুবাহ বা বৈধ। মসজিদের মধ্যে জাহিলি যুগের গল্প বলা, হাসা, মালসম্পদ বণ্টন করা, খেলাধুলা, তাঁবু খাটানো, স্বপ্নের আলোচনা ইত্যাদি বিষয়ের বৈধতা নিম্নের হাদীসগুলো থেকে জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন