ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৫
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৫) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শেষ যামানায় কিছু মানুষ এরূপ হবে যে, তাদের কথাবার্তা তাদের মসজিদগুলোর মধ্যেই হবে। এদের মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই।
عن عبد الله رضي الله عنه مرفوعا: سيكون في آخر الزمان قوم يكون حديثهم في مساجدهم ليس لله فيهم حاجة
