ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০১
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৮০১) আয়িশা রা. বলেন, এক আরব গোত্রের এক কাফ্রি ক্রীতদাসীকে তারা মুক্ত করে দিয়েছিল। মেয়েটি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে ও ইসলাম গ্রহণ করে। মসজিদের মধ্যে তার একটি তাঁবু বা একটি ছোট্ট কুঁড়েঘর ছিল।
عن عائشة رضي الله عنها أن وليدة كانت سوداء لحي من العرب فأعتقوها... فجاءت إلى رسول الله صلى الله عليه وسلم فأسلمت قالت عائشة رضي الله عنها فكان لها خباء في المسجد أو حفش.
