ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৭
আবাসিক এলাকায় মসজিদ তৈরী, পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধময় রাখা
(৭৭৭) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের নেককর্মসমূহ আমার নিকট পেশ করা হয়। এমনকি একজন মানুষ কর্তৃক মসজিদ থেকে ময়লা বের করে দেওয়াও আমার সামনে নেককর্ম হিসাবে পেশ করা হয়।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: عرضت عليّ أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد
