ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৬
আবাসিক এলাকায় মসজিদ তৈরী, পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধময় রাখা
(৭৭৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবাসিক বাড়িঘরের মধ্যে (আবাসিক এলাকায়) মসজিদ তৈরী করতে, মসজিদগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সেগুলোতে সুগন্ধি ব্যবহার করে সুগন্ধময় করতে নির্দেশ দিয়েছেন।
عن عائشة رضي الله عنها قالت: أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب
