ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬৯
তাসবীহ ব্যবহার ও মাটি, চাটাই ও চাদরের উপর সালাত আদায়
(৭৬৯) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি কখনোই ভূপৃষ্ঠ ছাড়া অন্য কিছুর উপরে সালাত আদায় করতেন না এবং ভূপৃষ্ঠ ছাড়া অন্য কিছুর উপরে সাজদা করতেন না। (তিনি সালাতের জন্য বিছানা, চাদর, পাটি বা অন্য কিছু ব্যবহার করতেন না)।
عن ابن مسعود رضي الله عنه: كان لا يصلي ولا يسجد إلا على الأرض
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাপড়ের টুকরা, চাটাই, বিছানা ইত্যাদির উপর সালাত আদায় করেছেন বলে প্রমাণিত। বুখারি ও মুসলিম সঙ্কলিত হাদীসে উল্লিখিত হয়েছে যে, তিনি কাপড়ের টুকরা ও চাটাইয়ের উপর সালাত আদায় করেছেন। বুখারি সঙ্কলিত হাদীস থেকে জানা যায় যে, তিনি তাঁর স্ত্রীর বিছানায় সালাত আদায় করেছেন
