ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭০
সালাতের মধ্যে সাপ, বিচ্ছু ও উকুন মারা
(৭৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে সাপ ও বিচ্ছু মারার নির্দেশ দিয়েছেন।
عن أبي هريرة رضي الله عنه قال: أمر رسول الله صلى الله عليه وسلم بقتل الأسودين في الصلاة الحية والعقرب
