ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৮
তাসবীহ ব্যবহার ও মাটি, চাটাই ও চাদরের উপর সালাত আদায়
(৭৬৮) আলী রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, ‘তাসবীহ' উত্তম স্মারক। আর মাটি বা মাটি যা জন্ম দেয় তার উপরে সাজদা করাই সবচেয়ে উত্তম।
عن علي رضي الله عنه مرفوعا: نعم المذكر السبحة وإنّ أفضل ما تسجد عليه الأرض وما أنبتته الأرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৬৮ | মুসলিম বাংলা