ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫০
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫০) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার সকল যমিনই মসজিদ বা সালাত আদায়ের জন্য উপযুক্ত স্থান, শুধুমাত্র ব্যতিক্রম হল গোসলখানা ও গোরস্থান বা কবরের স্থান (এই দুই স্থানে সালাত আদায় বৈধ নয়)।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: الأرض كلها مسجد إلا الحمام والمقبرة
