ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৯
নামাযের অধ্যায়
সর্বদা একই স্থানে সালাত আদায়ের জন্য স্থান নির্ধারিত করে নেওয়া
(৭৪৯) সালামাহ ইবনুল আকওয়া' রা. বিশেষভাবে সচেষ্ট হয়ে মসজিদে নববির রাওযার মধ্যবর্তী খুঁটির নিকট সালাত আদায় করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই খুঁটিটির নিকট সালাত আদায়ের জন্য বিশেষভাবে চেষ্টা করতেন।
كتاب الصلاة
عن سلمة بن الأكوع رضي الله عنه أنه كان يتحرى الصلاة عند الأسطوانة... وقال رأيت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)