ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৮
সর্বদা একই স্থানে সালাত আদায়ের জন্য স্থান নির্ধারিত করে নেওয়া
(৭৪৮) আব্দুর রহমান ইবন শিবল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিনটি কর্ম থেকে নিষেধ করেছেন: কাকের মতো ঠোকরানো, বন্য পশুর মতো মাটিতে হাত বিছিয়ে সাজদা করা এবং তিনি নিষেধ করেছেন যে, উট যেমন তার শয়নের জন্য একটি স্থান নির্ধারিত করে নেয় সেভাবে কোনো ব্যক্তি তার সালাতের জন্য একটি স্থান নির্ধারিত করে নেবে।
عن عبد الرحمن بن شبل رضي الله عنه رفعه: نهى عن ثلاث عن نقرة الغراب وافتراش السبع وأن يوطن الرجل المقام للصلاة كما يوطن البعير

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, যদি স্থান নির্ধারণের মধ্যে কোনো প্রয়োজন বা উপকার না থাকে তাহলে এই হাদীসের আলোকে স্থান নির্ধারণ অন্যায় হবে। প্রয়োজনের জন্য স্থান নির্ধারণ করা যেতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান