ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪৭
সালাতের মধ্যে হাতের আঙ্গুলগুলো পরস্পরের মধ্যে প্রবেশ করানো
(৭৪৭) কা'ব ইবন উজরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ ওযু করবে এবং এরপর মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তখন যেন যে তার দুই হাতের আঙ্গুলগুলো পরস্পরের মধ্যে প্রবেশ না করায়; কারণ সে এই অবস্থায় সালাতের মধ্যে রয়েছে।
عن كعب بن عجرة رضي الله عنه رفعه: إذا توضأ أحدكم فأحسن وضوءه ثم خرج عامدا إلى المسجد فلا يشبكن يديه فإنه في صلاة
