ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৪
উচু স্থানে দাঁড়িয়ে ইমামতি করা
(৭৪৪) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি মিহরাবের মধ্যে সালাত আদায় করা অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)। তিনি বলেন, এই মিহরাবগুলো ছিল গির্জায়; কাজেই তোমরা ইয়াহুদি-নাসারাদের অনুকরণ কোরো না।
عن ابن مسعود رضي الله عنه أنه كره الصلاة في المحراب وقال: إنما كانت الكنائس فلا تشبهوا بأهل الكتاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৪৪ | মুসলিম বাংলা