ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪৫
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে চক্ষু বন্ধ করা
(৭৪৫) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন সে যেন তার চক্ষুদ্বয় বন্ধ না করে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنه مرفوعا: إذا قام أحدكم في الصلاة فلا يغمض عينيه