ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৩
উচু স্থানে দাঁড়িয়ে ইমামতি করা
(৭৪৩) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি উচু স্থানে দাঁড়িয়ে মুসল্লীদের ইমামতি করতে অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)।
عن ابن مسعود رضي الله عنه أنه كره أن يؤمهم على المكان المرتفع
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৪৩ | মুসলিম বাংলা