ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪২
সালাতের মধ্যে কাপড় ঝুলিয়ে রাখা
(৭৪২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে কাপড় ঝুলিয়ে রাখতে নিষেধ করেছেন। তিনি আরো নিষেধ করেছেন যে, সালাত আদায়কারী ব্যক্তি তার মুখ আবৃত করবে।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن السدل في الصلاة وأن يغطي الرجل فاه
