ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩৪
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩৪) তাবিয়ি আলী মুআবি বলেন, ইবন উমার রা. দেখেন যে, আমি সালাতের মধ্যে কাঁকর নাড়াচাড়া করছি। যখন আমি সালাত শেষ করলাম তখন তিনি আমাকে নিষেধ করলেন।
كتاب الصلاة
عن علي المعاوي قال: رأني ابن عمر رضي الله عنهما وأنا أبعث بالحصى في الصلاة فلما انصرفت نهاني
tahqiqতাহকীক:তাহকীক চলমান