ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩৩
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩৩) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি কাজ অভদ্রতা ও অশালীনতার অন্তর্ভুক্ত... সেগুলোর মধ্যে রয়েছে, অথবা সালাত শেষ করার আগেই কপালের ধুলাবালি মুছবে, অথবা সাজদার মধ্যে ফুঁ দিবে (ফুঁ দিয়ে সাজদার স্থান পরিষ্কার করে নেবে')।
كتاب الصلاة
عن بريدة رضي الله عنه مرفوعا: ثلاث من الجفاء وفيه: أويمسح جبهته قبل أن يفرغ من صلاته أو ينفخ في سجوده