ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩২
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩২) মুআইকীব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মধ্যে (সালাতরত অবস্থায় সাজদার জন্য) কাঁকর মোছার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যদি তোমার একান্তই প্রয়োজন হয় তাহলে একবার মাত্র।
عن معيقيب رضي الله عنه قال: ذكر النبي صلى الله عليه وسلم المسح في المسجد يعني الحصى قال إن كنت لابد فاعلا فواحدة. (في الرجل يسوي التراب حيث يسجد قال: إن كنت فاعلا فواحدة)
