ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩৫
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩৫) তাবিয়ি ইয়াহইয়া ইবন আবু কাসীর (মৃঃ ১৩২ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদের জন্য ছয়টি কাজ অপছন্দ করেন, তন্মধ্যে একটি সালাতের মধ্যে অকারণ হাত-পা নাড়ানো বা অপ্রয়োজনীয় কর্ম করা।
عن يحيى بن أبي كثير مرسلًا مرفوعا: إن الله كره لكم ستا العبث في الصلاة...
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৩৫ | মুসলিম বাংলা