ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭২৯
নামাযের অধ্যায়
অন্তরের কর্ম ও অল্প কর্ম সালাত নষ্ট করে না
(৭২৯) উমার রা. বলেন, আমি সালাতের মধ্যে থাকা অবস্থায় আমার সেনাবাহিনী প্রস্তুত করি (চিন্তা করি)।
كتاب الصلاة
عن عمر بن الخطاب رضي الله عنه قال: إني لأجهز جيشي وأنا في الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান