ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩০
অন্তরের কর্ম ও অল্প কর্ম সালাত নষ্ট করে না
(৭৩০) আবু কাতাদা আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যাইনাব ও জামাই আবুল আস ইবন রাবীআহ ইবন আব্দু শামসের শিশুকন্যা উমামাকে বহন করে সালাত আদায় করতেন। তিনি যখন সাজদা করতেন তখন তাকে মাটিতে রাখতেন। আবার যখন উঠে দাঁড়াতেন তখন তাকে উঠিয়ে নিতেন।
عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولأبي العاص بن ربيعة بن عبد شمس فإذا سجد وضعها وإذا قام حملها
tahqiqতাহকীক:তাহকীক চলমান