ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২৮
ফাঁকা প্রান্তরে সালাত আদায়ের সময় সুতরা বর্জনের অনুমতি
(৭২৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফাঁকা প্রান্তরে সালাত আদায় করেন, সে সময়ে তাঁর সামনে কিছুই ছিল না।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى في فضاء ليس بين يديه شيء
