ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২৫
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৫) আবু জুহাইফা রা. বলেন, (বিদায় হজ্জের শেষে ) রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে বাতহা প্রান্তরে সালাত আদায় করেন। তাঁর সামনে একটি বল্লম ছিল।... তাঁর সামনে দিয়ে নারী, গাধা ইত্যাদি চলাচল করছিল।
عن أبي جحيفة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم بالبطحاء وبين يديه عنزة... تمر بين يديه المرأة والحمار... كان يمر من ورائها المرأة والحمار
