ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২৪
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমামের সুতরা তার পেছনে যারা থাকবে তাদের সুতরা।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا قال: سترة الإمام سترة من خلفه