ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২৩
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৩) মিকদাদ ইবনুল আসওয়াদ রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোনো লাঠি, খুঁটি বা গাছের দিকে সালাত আদায় করতেন তখন তাকে তার ডান বা বাম ভ্রু সোজা রাখতেন। তিনি সরাসরি তাকে সামনে রাখতেন না।
عن المقداد بن الأسود رضي الله عنه قال: ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي إلى عود ولا عمود ولا شجرة إلا جعله على حاجبه الأيمن أو الأيسر ولا يصمد له صمدا
