ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭২২
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করে এবং সে যেন আড়ালটির কাছে দাঁড়ায়।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم فليصل إلى سترة وليدن منها
tahqiqতাহকীক:তাহকীক চলমান