ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭২১
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত আদায়কারীর সুতরা বা আড়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, উটের পিঠের আসনের পেছনে ঠেস দেওয়ার কাঠের পরিমাণ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أنها قالت: سئل رسول الله صلى الله عليه وسلم عن سترة المصلي فقال مثل مؤخرة الرحل
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)