ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২০
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২০) তালহা ইবন উবাইদুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি তার সামনে উটের পিঠের আসনের পেছনে হেলান দেওয়ার কাঠের পরিমাণ কিছু তার সামনে রাখে তাহলে সে সালাত আদায় করবে এবং ওই আড়ালের বাইরে দিয়ে কে চলাচল করল সে দিকে ভ্রুক্ষেপ করবে না।
عن طلحة بن عبيد الله رضي الله عنه مرفوعا : إذا وضع أحدكم بين يديه مثل مؤخرة الرحل فليصل ولا يبال من مر وراء ذلك
