ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১৯
বল্লম সামনে রেখে সালাত আদায় করা
(৭১৯) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বল্লম জাতীয় লাঠি পুঁতে তাকে সামনে রেখে সালাত আদায় করতেন।
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يركز العنزة ويصلي إليها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৭১৯ | মুসলিম বাংলা