ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭১৮
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৮) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা. বলেছেন, মুসলিমের সালাত কিছুই ভঙ্গ করে না। তুমি যথাসম্ভব বাঁধা দেবে।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما قالوا: لا يقطع صلاة المسلم شيء وادرا ما استطعت
