ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১৭
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৭) তাবিয়ি সালিম বলেন, আমার পিতা আব্দুল্লাহ ইবন উমার রা.কে বলা হয় যে, মদীনার প্রসিদ্ধ তাবিয়ি আব্দুল্লাহ ইবন আইয়াশ ইবন আবু রাবীআহ বলেন যে, কুকুর এবং গাধা সালাত ভেঙ্গে দেয়। তখন ইবন উমার রা. বলেন, কোনো কিছুই মুসলিমের সালাত ভাঙ্গে না।
عن سالم قال: قيل لابن عمر إن عبد الله بن عياش بن ربيعة يقول: يقطع الصلاة الكلب والحمار فقال ابن عمر رضي الله عنهما: لا يقطع صلاة المسلم شيء... مما يمر بين يدي المصلي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭১৭ | মুসলিম বাংলা