ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭২৬
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৬) আবু হুরাইরা রা. থেকে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তখন সে যেন তার সামনে কিছু রাখে। যদি কিছু না পায় তাহলে সে যেন একটি লাঠি দাঁড় করিয়ে রাখে। যদি তার সাথে লাঠি না থাকে তাহলে সে যেন একটি দাগ কেটে নেয়। এরপর তার সামনে দিয়ে কিছু গমন করলে তার কোনো ক্ষতি হবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم فليجعل تلقاء وجهه شيئا فإن لم يجد شيئا فلينصب عصا فإن لم يكن معه عصا فليخطط خطا ثم لا يضره ما مر بين يديه

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, কোনো কিছু পুঁতে রাখার মতো না পেলে দাগ দেওয়ার এই হাদীস পালন করাই উত্তম। কারণ এক্ষেত্রে মূল উদ্দেশ্য হল, সামনে রাখা আড়ালের মধ্যে মনোযোগ সীমাবদ্ধ রেখে সালাতের মধ্যে মনোনিবেশ করা; যেন খেয়াল অন্য দিকে না যায়। মাটিতে দাগ কেটে, দৃষ্টি ও মন এর মধ্যে সীমাবদ্ধ রেখেও এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান