ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০৯
সালাতের মধ্যে ফুঁক দেওয়া, কাতরানো ও গলাখাঁকারি দেওয়া
(৭০৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমার জন্য একটি নির্ধারিত সময় ছিল যখন আমি তাঁর নিকট গমন করতাম। আমি তাঁর নিকট এসে প্রবেশের অনুমতি প্রার্থনা করতাম। তিনি সালাতে রত থাকলে গলা খাঁকারি দিতেন, তখন আমি প্রবেশ করতাম । আর যদি তিনি অবসর থাকতেন তাহলে তিনি আমাকে অনুমতি প্রদান করতেন।
عن علي رضي الله عنه قال: كان لي من رسول الله صلى الله عليه وسلم ساعة آتيه فيها فإذا أتيته استأذنت إن وجدته يصلي فتنحنح دخلت وإن وجدته فارغا أذن لي
