ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০৮
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ফুঁক দেওয়া, কাতরানো ও গলাখাঁকারি দেওয়া
(৭০৮) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাজদারত অবস্থায় মাটির মধ্যে ফুৎকার দিচ্ছিলেন এবং ক্রন্দন করছিলেন।
كتاب الصلاة
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا وفيه: وجعل ينفخ في الأرض ويبكي وهو ساجد