ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০৭
সালাতের মধ্যে ফুঁক দেওয়া, কাতরানো ও গলাখাঁকারি দেওয়া
(৭০৭) ইবন আব্বাস রা. বলেন, সালাতের মধ্যে ফুৎকার দেওয়া কথা বলার শামিল । অন্য বর্ণনায়: সালাতের মধ্যে ফুৎকার দেওয়া সালাত ভঙ্গ করে।
عن ابن عباس رضي الله عنهما أنه قال: النفخ في الصلاة كلام. وفي لفظ: النفخ في الصلاة يقطع الصلاة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, যদি ফুৎকারের ফলে বর্ণ বা অক্ষর উচ্চারিত হয়, বাধ্য না হয়েও ফুৎকার দেয় এবং ব্যাথা, বিপদ বা জাগতিক কোনো কারণে হয় তাহলে সালাত বিনষ্ট হওয়ার এই বিধান প্রযোজ্য হবে। অন্যথায় ফুৎকার দেওয়া, উফ বলা এবং গলাখাঁকরি দেওয়াতে সালাত ভঙ্গ হবে না। নিচের হাদীস থেকে তা জানা যায়।
