ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০৬
সালাতের মধ্যে আল্লাহর ভয়ে ক্রন্দন
(৭০৬) তাবিয়ি আব্দুল্লাহ ইবন শাদ্দাদ বলেন, আমি শেষ কাতারে দাঁড়িয়ে উমার রা.র ক্রন্দনের শব্দ শুনতে পেলাম, তিনি তখন পড়ছিলেন, আমি আমার অসহনীয় বেদনা ও আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করছি'।
عن عبد الله بن شداد قال: سمعت نشيج عمر رضي الله عنه وأنا في آخر الصفوف يقرأ: إنما أشكو بثي وحزني إلى الله. (في صلاة الصبح)
