ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১০
ইমামের লোকমা দেওয়া
(৭১০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন সালাত আদায় করলেন । সালাতের মধ্যে (কুরআন পাঠে) তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সালাত শেষে তিনি উবাই ইবন কা'ব রা.কে বলেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় কর নি? তিনি বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাহলে আমাকে খুলে (লোকমা) দিলে না কেন?
عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى صلاة فالتبس عليه فيها فلما انصرف قال لأبي بن كعب رضي الله عنه: أصليت معنا؟ قال: نعم قال: فما منعك أن تفتح علي؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭১০ | মুসলিম বাংলা