ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০০
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৭০০) তাবিয়ি আতা ইবন আবী রাবাহ (১১৪ হি.) বলেন, উমার ইবনুল খাত্তাব রা. একদিন তার সাথিদের নিয়ে সালাত আদায় করেন তিনি দুই রাকআতে সালাম ফিরিয়ে সালাত শেষ করেন। তখন তাকে সে বিষয়ে বলা হয়। তিনি বলেন, আমি ইরাক থেকে উটের একটি কাফেলা সকল বোঝা ও মালপত্রসহ প্রস্তুত করি যা অবশেষে মদীনায় আগমন করেছে। এরপর তিনি তাদেরকে নিয়ে চার রাকআত সালাত আদায় করেন।
عن عطاء يقول: صلى عمر رضي الله عنه بأصحابه فسلم في ركعتين ثم انصرف فقيل له ذلك فقال: إني جهزت عيرا من العراق بأحمالها وأحقابها حتّى وردت المدينة فصلى بهم أربع ركعات
