ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭০১
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৭০১) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কথাবার্তা সালাত ভেঙ্গে দেয় কিন্তু ওযু ভাঙ্গে না।
عن جابر رضي الله عنه مرفوعا: الكلام ينقض الصلاة ولا ينقض الوضوء
tahqiqতাহকীক:তাহকীক চলমান