ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৯
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৯) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইবন উম্মু মাকতুমকে মদীনায় প্রতিনিধি রূপে রেখে যান। তিনি মানুষদের সালাতে ইমামতি করতেন, যদিও তিনি অন্ধ ছিলেন।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم استخلف ابن أم مكتوم يؤم الناس وهو أعمى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, যদি অন্ধ ব্যক্তি সেই স্থানের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হন তাহলে তিনি এভাবে ইমামতি করবেন। অন্যথায় অন্ধ ব্যক্তির ইমামতি মাকরূহ হবে। নিচের হাদীস থেকে তা জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৬৯ | মুসলিম বাংলা