ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭০
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৭০) তাবিয়ি কাবীসা বলেন, ইবন মাসউদ রা. বলেছেন, আমি পছন্দ করি না যে, তোমাদের মধ্যকার অন্ধ মানুষেরা তোমাদের মুয়াযযিন হোক । কুবাইসা বলেন, আমার মনে হয় তিনি বলেন, অথবা তোমাদের ইমাম হোক।
عن قبيصة بن برمة الأسدي عن ابن مسعود رضي الله عنه أنه قال: ما أحب أن يكون مؤذنؤكم عميانكم حسبته قال: ولا قراءكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৭০ | মুসলিম বাংলা