ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৬৮
নামাযের অধ্যায়
পাপী, বিদআতি, মহিলা, বেদুঈন, জারয ও অন্ধের পেছনে সালাত
(৬৬৮) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, বেদুঈন, দাস, জারয সন্তান যদি কুরআন পাঠ করে তাহলে তাদের ইমামতিতে অসুবিধা নেই।
كتاب الصلاة
عن إبراهيم قال: لا بأس بأن يؤمهم الأعرابي والعبد وولد الزنا إذا قرأ القرآن