ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫৭
পুরুষ ও মহিলার পাশাপশি দাঁড়ানো
(৬৫৭) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (মৃ: ৯৫ হি.) বলেন, যদি মহিলা পুরুষের পাশাপাশি সালাত আদায় করে এবং দুইজন একই সালাতে রত থাকে তাহলে পুরুষের সালাত বিনষ্ট হয়ে যাবে।
عن إبراهيم قال: إذا صلت المرأة إلى جانب الرجل وكاناً في صلاة واحدة فسدت صلاته
